বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ঝালকাঠিতে লিগ্যাল এইড সেবাগ্রহীতাদের পরামর্শ সভা  

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে লিগ্যাল এইড সেবাগ্রহীতাদের পরামর্শ সভা  

ঝালকাঠিতে ইউএসএআইডি আইন সহায়তা অ্যাকটিভিটি অর্থায়নে রূপান্তরের আয়োজনে ঝালকাঠিতে লিগ্যাল এইড সেবাগ্রহীতাদের সঙ্গে ত্রৈমাসিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা লিগ্যাল এইড সভাকক্ষে পরামর্শ সভা শুরু হয়। 

ঝালকাঠি জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ এসএম মাহফুজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী আজম হায়দারী, জেলা সমন্বয়কারী ঝুমু কর্মকার, প্রজেক্ট অফিসার নুসরাত জাহান,  প্রজেক্ট অফিসার আজিজুল হকসহ আরও অনেকে। 

দি ইউএসএআইডি আইন সহায়তা এ্যাকটিভিটি অর্থায়নে রূপান্তর বাস্তবায়িত আইন সহায়তা লিগ্যাল এইড সেবাগ্রহীতাদের বিভিন্ন পরামর্শ প্রসঙ্গে ধারণা প্রদানসহ দায়িত্ব ও কর্তব্য বিষয়ে আলোচনা করা হয়। 

এ সময় ৩০টি পরিবারকে আইনি পরামর্শসেবা প্রদান করেন ঝালকাঠি জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ এসএম মাহফুজ আলম।

টিএইচ